• Thu. Jul 4th, 2024

Petapedia

The Pet encyclopedia

খরগোশ এর দাম | Rabbit Price In Bangladesh and India

1666836854_maxresdefault.jpg



খরগোশ এর দাম | Rabbit Price In Bangladesh and India
এবারের এপিসোডে আপনি জানবেন বিভিন্ন জাতের খরগোশের দাম কত। পোষা প্রাণীদের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি প্রানী হচ্ছে খরগোশ। পৃথিবীতে প্রায় ৩০৫ প্রজাতির খরগোশ রয়েছে। এদের মধ্যে ৮ জাতের খরগোশ পোষা খরগোশ হিসেবে সবচেয়ে বেশি পালন করা হয়। এখানে আপনি জানবেন আপনি অনেক কম দামে কোন খরগোশ গুলো কিনতে পারেন। এছাড়া আপনি যদি একজোড়া খরগোশ পালন করেন তবে আপনার প্রতি মাসে কত টাকার খাবার খরচ হতে পারে। এবং একজোড়া খরগোশের নতুন খাচা তৈরি করতে আপনার কত টাকা খরচ হতে পারে।
this content will provide you a complete information about rabbit price in bangladesh, pet rabbit price in India, rabbit price in bangla.

মিনিলুপ খরগোশ এর দাম কত
খয়েরি বাদামি সাদা কালো বা মিশ্র কালারের এই খরগোশ গুলোর দাম ৭০০ থেকে ১২০০ টাকা । মিনিলুপ খরগোশের উৎপত্তি মূলত জার্মানি থেকে। এরা ঘরোয়া খরগোশের একটি জাত। এদের কান গুলো হয় ঝোলা। যার জন্য এদের দেখতে আরো বেশি কিউট দেখায়। আকৃতির দিক দিয়ে এরা অন্যান্য খরগোশের চেয়ে তুলনামূলক একটু ছোট হয়। কিন্তু সুস্বাস্তের অধিকারি হওয়ায় ও আকারে ছোট হওয়ায় খরগোশ প্রেমীদের কাছে এর ব্যাপক চাহিদা রয়েছে।

দেশীয় খরগোশ এর দাম কত
আমাদের দেশের সাধারন ভাবে যে খরগোশগুলো কিনতে পাওয়া যায় এগুলোর দাম 400 টাকা থেকে পনেরশো টাকা পর্যন্ত হতে পারে। ছোট বাচ্চা খরগোশ একজোড়া 400 টাকা থেকে শুরু হয়। অপরদিকে প্রাপ্তবয়স্ক খরগোশ কিনতে গেলে আপনাকে গুনতে হতে পারে 800 থেকে পনেরশো টাকার মধ্যে।
Polish rabbit এর দাম ৬০০ থেকে ১৫০০
আমাদের দেশে সচরাচর দেখতে পাওয়া ধবধবে সাদা রঙের খরগোশগুলো হচ্ছে পোলিশ রেবিট‌। প্রতিজোড়া পোলিশ রেবিট‌ এর দাম বয়স ও কোয়ালিটি ভেদে ৫০০ থেকে ১২০০ টাকার মধ্যে হয়। এই খরগোশটির চোখ কাল অথবা লাল বর্ণের হয়ে থাকে। শারা শরীর ধবধবে সাদা। এই খরগোশ গুলোর বাচ্চা উৎপাদন হার অনেক বেশি। প্রতিবারে এরা তিনটি থেকে ১০ টি করে বাচ্চা দেয়। পোলিশ রেবিট‌ সঠিক যত্ন পেলে ১০থেকে ১২ বছর বেঁচে থাকতে পারে।

Dwarf hotor খরগোশ এর দাম
গোল মাথা আর চোখের চারোদিকে কালো রঙের বর্ডার বানায় এই খরগোশটি হচ্ছে Dwarf hotor. প্রতিজোড়া খরগোশের মূল্য 2000 টাকা 3000 টাকা। খরগোশ গুলোর চোখে কালো বরডার দেখে আপনার মনে হতে পারে কেউ যেন এদের চোখে কাজল লাগিয়ে দিয়েছে। পোষা খরগোশ হিসেবে এর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ধবধবে সাদা রঙের লোম ও কালো রঙের চোখ এদের সৌন্দর্যকে এক উচ্চ পর্যায়ে নিয়ে গেছে।

Harlequine rabbit এর দাম
এদের আদি বাসস্থান হচ্ছে ফ্রান্স। এদের লোমগুলো খুব বেশি উজ্জ্বল না হলেও বিভিন্ন রঙে রঙিন হয়ে থাকে। এরকম রঙিন কালারের হওয়ায় এরা দেখতে অনেক সুন্দর হয়। প্রতি জোড়া Harlequine rabbit এর দাম ৩০০০ থেকে ৪০০০ টাকা। একেকটি খরগোশের ওজন হয় 2 থেকে 3 কেজি।

হল্যান্ড লুপ খরগোশ এর দাম Holland lop
এই জাতের খরগোশ গুলোর কাণ গুলো থাকে বড় এবং এইগুলো নিচের দিকে ঝুলে থাকে। এদের ওজন হয় ২ কেজির মতো। Holland lop rabbit সাধারণত ৭ থেকে ১০ বছর বেঁচে থাকে। প্রতি জোড়া ২০০০ থেকে ৪০০০ টাকায় বেচাকেনা হয়।

এনগোরা রেবিট
৩০০০ – ৫০০০ টাকা
তুর্কি বংশোদ্ভূত একটি খরগোশ। এদের লোম হয় অনেক বড়। আপনি প্রথমবার দেখে এদের বালিশ মনে করলে ভুল হবেনা। প্রতি 6 মাস পরপর এদের শরীর থেকে কেটে নেয়া হয় । সঠিক যত্ন পেলে এই আনকোড়া খরগোশগুলো 8 থেকে 12 বছর বেঁচে থাকতে পারে।

Lion head rabbit এর দাম।
লায়ন হেট রেবিট গুলোর মূল বৈশিষ্ট্য হচ্ছে এদের মাথার উপর আশপাশের লোক গুলো অনেকটা সিংহের কেশর এর মত দেখতে হয়। এই খরগোশ গুলির গড় ওজন হয়ে থাকে এক থেকে দেড় কেজি। খরগোশগুলোর গঢ় আয়ু ৭ থেকে ১০ বছর। প্রতিজোড়া লায়ন হেট রেবিট এর দাম 8000 থেকে 20000 টাকার মধ্যে হয়।

source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *