• Sun. Jun 30th, 2024

Petapedia

The Pet encyclopedia

খরগোশ পালন | Rabbit Rearing In Bangla | Rabbit Price In Bangladesh and India | Khorgos Palon

1666201754_maxresdefault.jpg



খরগোশ পালন | Rabbit Rearing In Bangla | Rabbit Price In Bangladesh and India | Khorgos Palon
এবারের কন্টেন্ট এ আপনি জানবেন কিভাবে পোষা খরগোশ পালন করতে হয় এবং পোষা খরগোশের দাম কত । এছাড়া আরো জানবেন খরগোশ বছরে কতবার বাচ্চা দেয়, পোষা খরগোশ পালন করতে কি কি খাবার দিতে হয় তার বিস্তারিত।
কিউট পোষা প্রাণীর মধ্যে একটি আদর্শ প্রাণী হচ্ছে খরগোশ । এদের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে।
খরগোশ অত্যন্ত নিরীহ ও শান্ত প্রাণী। এটি পালন বেশ সহজ। অনেকে মনে করেন খরগোশ যেখানে সেখানে পটি করে। কিন্তু আপনি জানলে অবাক হবেন পোষা খরগোশ কখনোই যেখানে-সেখানে পটি করে না। যদি আমরা ছাড়া অবস্থায় ঘরের মধ্যে খরগোশ রেখে দিই তবে এরা শুধুমাত্র একটা নির্দিষ্ট জায়গায় মলমূত্র ত্যাগ করে। বেশিরভাগ খরগোশ ই ছাড়া অবস্থায় পাললেও শুধু তার খাঁচায় বা ঘরের ভেতরে গিয়ে পায়খানা প্রস্রাব করে থাকে। তাছাড়া খরগোশ অনেক বুদ্ধিমান প্রাণী ওদেরকে যদি আপনি ট্রেনিং করান সে ক্ষেত্রে খুব দ্রুতই পোষ মেনে যাবে। আর খরগোশ খুবই বন্ধুত্বপূর্ণ স্বভাবের হয়।

খরগোশ সাধারণত সাদা কালো বাদামি বা মিশ্র রংএর হয়ে থাকে। পোষা খরগোশ সাধারণত ছয় থেকে আট বছর বেঁচে থাকে। খরগোশের মোটামুটি ছয় মাস বয়সে অ্যাডাল্ট হয়। অ্যাডাল্ট খরগোশের ওজন দুই থেকে আড়াই কেজি পর্যন্ত হয়। ব্রিড করানোর জন্য ছেলে ও মেয়ে খরগোশকে কিছুক্ষণ একসাথে রাখলেই হয়ে যাবে। এদের প্রজননের হার অনেক বেশি। ব্রিড করানোর পরবর্তী দেড় মাসের মধ্যে খরগোশ বাচ্চা দেয়। মেয়ে খরগোশ প্রতিবারে তিনটি থেকে দশটি পর্যন্ত বাচ্চা দেয়। বাচ্চাগুলো জন্মের পর থাকে খুবই ছোট। এরা জন্মের পর থেকে প্রথম পনেরো দিন শুধু মায়ের বুকের দুধ ছাড়া কিছুই খায় না। 20 থেকে 22 দিন বয়সে খরগোশের বাচ্চা ধীরে ধীরে বাইরের খাবার খেতে শিখে। তবে ৫০ দিন বয়স পর্যন্ত বাচ্চা খরগোশ মায়ের বুকের দুধ খায়। এজন্য আপনি যদি বাচ্চা খরগোশ কিনতে চান সে ক্ষেত্রে অবশ্যই কমপক্ষে 50 দিন বয়সের বাচ্চা কিনবেন। খরগোশের বাচ্চা মোটামুটি ছয় মাস বয়সে পুরোপুরি অ্যাডাল্ট হয়। নিজেরাই ব্রিডিংয়ের সক্ষম হয়। একটি মা খরগোশ বছরে ৭-১০ বার বাচ্চা দিতে পারে। তবে বছরে ২ বারের বেশি বাচ্চা নেয়া ঠিক নয়।

খরগোশ পালন পদ্ধতি এর উপরএই কন্টেন্ট টি মানুষ নিম্নোক্তভাবে সার্চ করে থাকে…
খরগোশ পালন পদ্ধতি, খরগোশ পালন, খরগোশ কি কি খায়, খরগোশ পোষ মানানোর উপায়, খরগোশ এর দাম, খরগোশ কত মাস বয়সে বাচ্চা দেয়, খরগোশ কতদিন পরপর বাচ্চা দেয়, Khorgosh palon poddoti, rabbit rearing, rabbit care in bangla, rabbit breeding in bangla,

source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *